ছোট হয়ে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

শুক্রবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের পর চট্টগ্রামের শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন বছরের টি-টোয়েন্টি সিরিজ। সিলেট ওয়ানডে সিরিজ শেষ করেই পরের দিন চট্টগ্রামে পাড়ি জবাবে ক্রিকেটাররা।

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ছোট হতে যাচ্ছে। জানা গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সম্ভাব্য বাদ পড়ার দলে থাকতে পারেন পেসার রেজাউর রহমান রাজা।

তাঁর জায়গায় বাঁহাতি পেসার শরিফুল ইসলামের প্রত্যাবর্তন দেখলে অবাক হওয়ার কিছু নেই। কারণ তাঁকেও তো দেখার প্রয়োজন আছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকেও ঢাকা লিগে খেলার সুযোগ করে দেওয়া হতে পারে। আবাহনীর হয়ে লিগে খেলছেনও তিনি।