অবশেষে অবসর ভেঙে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ফিরছেন মোহাম্মদ আমির

সাবেক প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হকের ওপর বিরক্ত হয়ে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির। এরই মধ্যে তারা সবাই বিদায় নিয়েছেন। তাই বাঁহাতি এই পেসারের আবার ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে ফেরার সম্ভাবনা উঁকি দিচ্ছে। এরইমধ্যে আমিরকে নাকি দলে ফেরার সবুজ সংকেতও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যমে আমিরের দলে ফেরার বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, পিসিবির একজন নির্বাচক আমিরের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছেন। যেখানে আমিরকে সংযত হয়ে চলতে এবং ক্রিকেটে মনোযোগ দিতে বলা হয়েছে। এমনটিই জানিয়েছেন আমিরের ম্যানেজার।

আমিরের ম্যানেজার জানান, ওই নির্বাচক বলেছেন পিসিবি বললে আমির যেন অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। এ বছরের ওয়ানডে বিশ্বকাপে তাকে দরকার হতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও নিয়মিতই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন আমির। গত মাসে শেষ হওয়া পিএসএলে ৭ ম্যাচ খেলে নিয়েছেন ৯ উইকেট। তার আগে বাংলাদেশের মাটিতে বিপিএলে ১১ ম্যাচে নেন ১৪ উইকেট। ওই সময় বলেছিলেন, ভালো খেলে আবারও পাকিস্তান দলে ফেরার ইচ্ছা তার।