ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষে আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এর আগে আগামীকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এ এবং আয়ারল্যান্ড দল। আজকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ : সৌম্য সরকার, আশিক আহমেদ রোহান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলি অনিক, শাহাদাত হোসেন দিপু, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, জাকির হাসান, মুশফিক হাসান ও আরিদুল আকাশ।