বাংলাদেশ থেকে পাকিস্তান সুপার লিগে সাকিবের খেলা দেখবেন যে টিভি চ্যানেলে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলতে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নিজের অন্যতম সেরা সময় কাটিয়েছেন তিনি।





১৭৪.৪১ স্ট্রাইক রেট ও ৪১.৬৬ গড়ে করেন ৩৭৫ রান, এখন পর্যন্ত যেটি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। ছিল ৩টি ফিফটিও। তবে পাকিস্তান সুপার লিগের পুরো মৌসুম খেলা হবে না সাকিবের। আগামী ২৪ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড।

এই সিরিজের আগেই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তান সুপার লিগে খেলতে পারবেন সাকিব। এ সময় মোট পাঁচটি ম্যাচ খেলতে পারবেন তিনি। আগামীকাল করাচি কিংসের বিপক্ষে পেশোয়ারের প্রথম ম্যাচ। এই ম্যাচের একাদশেই থাকছেন সাকিব আল হাসান। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে ‘সনি স্পোর্টস টেন ৫’ চ্যানেলে।

আজকের ম্যাচ সহ মোট পাঁচটি ম্যাচ খেলবেন সাকিব। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৭ ফেব্রুয়ারি মুলতানের মুখোমুখি হবে পেশোয়ার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। পেশোয়ারের তৃতীয় ম্যাচ ২০ ফেব্রুয়ারি। রাত সাড়ে আটটায় কুয়েটা গ্লাডিয়েটরসের মুখোমুখি হবে তারা।

এরপর ২৩ ফেব্রুয়ারি রাতে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হবে সাকিবের দল। পাকিস্তান সুপার লিগে সাকিব শেষ ম্যাচ খেলবে ২৬ ফেব্রুয়ারি। রাত সাড়ে আটটায় লাহরের মুখোমুখি হবে তার দল। এরপরেই পাকিস্তান সুপার লিগ ছেড়ে দেশে ফিরে আসবেন সাকিব।





পেশোয়ার জালমির স্কোয়াড : বাবর আজম (ক্যাপ্টেন), ওয়াহাব রিয়াজ, শেরফান রাদারফোর্ড, মহম্মদ হ্যারিস, টম কোহলার-ক্যাডমোর, আমের জামাল ও সলমন ইরশাদ। ভানুকা রাজাপক্ষে, রোভম্যান পাওয়েল, মুজিব উর রহমান, দানিশ আজিজ, আর্শাদ ইকবাল, সইম আয়ুব, উসমান কাদির, সুফিয়ান মুকিম, হাসিবউল্লাহ খান ও জিমি নিশাম, সাকিব আল হাসান।





পিএসএলে এখনো পর্যন্ত দুটি আসরে খেলেছেন সাকিব। সর্বশেষ খেলেছিলেন ২০১৭ সালে। সেবারও পেশোয়ারের হয়েই খেলেছিলেন এ অলরাউন্ডার। এর আগে খেলেছিলেন করাচি কিংসের হয়ে। এখন পর্যন্ত খেলেছেন ১৩টি ম্যাচ। ১০৭.১৪ স্ট্রাইক রেট ও ১৬.৩৬ গড়ে ১৮০ রান করার পাশাপাশি এ টুর্নামেন্টে নিয়েছেন ৮টি উইকেট।