ভারত এবং পাকিস্তানের দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বিপাকে পড়েছে এশিয়ার দেশগুলি। এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের গিয়ে খেলতে রাজি নয় ভারত। তাই ভারতকে নিয়ে এশিয়া কাপ খেলতে হাইব্রিড মডেলের প্রস্তাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তবে পিসিবির এমন প্রস্তাব ‘না’ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পিসিবির হাইবোর্ড মডেলে আগ্রহ দেখায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। ক্রিকইনফো জানাচ্ছে, হাইব্রিড মডেলে খেলতে আগ্রহী না হলেও পাকিস্তানে খেলতে কোনো সমস্যা নেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার।
পাকিস্তান বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ভেন্যুর আয়োজন করা হবে। যা হতে পারে আরব আমিরাতে।
মঙ্গলবার দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের সাথে দেখা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। যেখানে তারা আরব আমিরাতে এশিয়া কাপের ভারতের ম্যাচগুলি আয়োজন করার দাবি তোলেন। তবে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের একটি অংশ আয়োজনে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের মাত্র এক মাস আগে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলটি চ্যালেঞ্জইং বলে জানিয়েছে বিসিবি ও এসএলসি। কারণ এক টুর্নামেন্টের জন্য তখন দুই দেশেই যাতায়াত করতে হবে। এছাড়া দুই বোর্ডই আরব আমিরাতে সেপ্টেম্বরের অত্যধিক গরমকে কারণ হিসেবে উল্লেখ করেছে।
লঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা বলেন, ‘আমরা এসিসিকে চিঠি দিয়ে বলেছি যে আমরা হাইব্রিড মডেলের বিরুদ্ধে। এর বাইরে, এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বছরের সেই সময়ে সংযুক্ত আরব আমিরাতে খুব গরম।’
এদিকে পাকিস্তানি মিডিয়ার দাবি, এশিয়া কাপ বাতিল হলে বিকল্প একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সবকিছু গুছিয়ে রেখেছে পিসিবি। অন্যদিকে, এশিয়া কাপ বাতিলের পর ওই সময় ভারত বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করেছে।
অক্টোবরের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এবারের এশিয়া কাপ সব দেশের জন্যই ভীষণ গুরুত্বের। সেটি মাথায় রেখেই ভারত তাদের দেশে একটি পাঁচ জাতি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তুতি নিয়েছে। যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কার অংশগ্রহণ প্রায় নিশ্চিত। বাকি দুটি দলের একটি হতে পারে নেপাল। অন্যদিকে পাকিস্তান তাদের মাঠে আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।