ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শেষ। কেমন ছিল বাংলাদেশের সুপার লীগের যাত্রা

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে শুরু। আর ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শেষ। আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকেই সুপার লিগ শেষ করল বাংলাদেশ। যখন icc সুপার লিগ পদ্ধতি চালু করে তখন অনেকের মনে সন্দেহ জেগেছিল সরাসরি বিশ্বকাপে খেলতে পারবো তো বাংলাদেশ। কিন্তু টাইগাররা শুধু সরাসরি বিশ্বকাপেই জায়গা করে নেয়নি….. বরং সুপার লিগের পয়েন্ট টেবিলের দাপট দেখিয়েছে তামিম বাহিনী।

সুপার লিগে মোট আটটি সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে ছাড়া সুপার লিগে আর কোন সিরিজ হারেনি টাইগাররা।

২০২১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে সুপার লিগ শুরু করে বাংলাদেশ। নিজেদের প্রথম সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়লাভ করে টাইগাররা। এরপর দ্বিতীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পাড়ি জমায় সাকিব তামিমরা। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে কোন ম্যাচেই জয়লাভ করতে পারেনি বাংলাদেশ।

তবে দেশে ফিরেই শ্রীলংকার বিপক্ষে দুই-এক ব্যবধানে এবং সুপার লীগের চতুর্থ সিরিজে জিম্বাবুয়েকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করে তামিম বাহিনী। এরপর আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে দুই এক ব্যবধানে সিরিজে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় বাংলাদেশ।

তবে সুপার লিগে বাংলাদেশ সবচেয়ে বড় চমক দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। জিতের সুপার লিগে বাংলাদেশের সবচেয়ে বড় সিরিজ জয়।

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই এক ব্যবধানে সিরিজ জয়লাভ করে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে দুই এক ব্যবধানে সিরিজ হেরে গেল ও সর্বশেষ আয়ারল্যান্ডের কাছে বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে তামিম বাহিনী।

মোট ২৪ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ১৫ টি। একটি ম্যাচ পরিত্যাক্ত হওয়াই বাংলাদেশের পয়েন্ট ইংল্যান্ডের সমান ১৫৫। রান রেট পয়েন্ট কম হওয়ার কারণেই ইংল্যান্ডের নিচে অবস্থান করছে বাংলাদেশ।

দাপট দেখিয়ে সুপারলিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকেই শেষ করল বাংলাদেশ