শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। এর আগে বসুন্ধরা কমপ্লেক্সে খুলনা টাইগার্সের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলছে রংপুর রাইডার্স। যেখানে প্রথমে ব্যাটিং করছে তামিম ইকবালের দল খুলনা টাইগার্স।
তবে ব্যাটিংয়ে তেমন ভালো করতে পারেনি খুলনা। মাত্র ৮৭ রানে অলআউট হয়েছে তারা। ব্যাট হাতে এই দিন কেউই ভালো করতে পারেনি। ওপেনিং ছেড়ে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাক মেরেছেন তামিম ইকবাল। বেট হাতে সর্বোচ্চ ২১ রান করেছেন অলরাউন্ডার মোঃ সাইফুদ্দিন।


এছাড়াও ওপেনার হাবিবুর রহমান সোহান ১৬ এবং ইয়াসির আলী ও নাসুম আহমেদ করেছেন মাত্র ১১ রান। ব্যাট হাতে রান পাননি মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, মাহমুদুল হাসান জয়। বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন রকিবুল হাসান মেহেদী হাসান এবং রিপন মন্ডল উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু হাসান মাহমুদ শামীম হোসেন এবং রবিউল হক।