তামিমের থেকে মাত্র ১০৩ রান দূরে মুশফিকুর রহিম।

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ব্যাটসম্যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। বিপিএলে রান সংগ্রহের তালিকায় এই দুজনের মধ্যে লড়াই চলে সব সময়।

এবারও চলবে ঠিক তেমনি একটি লড়াই। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথমেই রয়েছেন তামিম ইকবাল দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম ইকবালের থেকে রয়েছেন মাত্র ১০৩ রান দুরে। এই টুর্নামেন্টে খুলনা টাইগার্স দলের হয়ে খেলবেন তামিম ইকবাল এবং সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। ৭৮ ইনিংসে ৩৮.৬৪ গড়ে ২৬২৮ রান করেছেন তামিম ইকবাল। স্ট্রাইক রেট ১২২.৬৩ সেঞ্চুরি করেছেন দুইটি এবং হাফ সেঞ্চুরি করেছেন ২৩ টি সর্বোচ্চ অপরাজিত ১৪১ রান।





তামিম ইকবালের সাথে রান সংগ্রহের তালিকায় লেগে রয়েছেন মুশফিকুর রহিম। বিপিএলে ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ৯০ ইনিংসে ৩৭.২৩ গড়ে ২৫২৫ রান করেছেন মুশফিকুর রহিম। স্ট্রাইক রেট ১৩৩.৪৫। কোন সেঞ্চুরির দেখা না পেলেও ১৬ টি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৮ রান।