ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরমেটেই সিরিজ জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার নিজেদের মাঠে ওয়ানডে হাত ছাড়া হলেও আশার আলো জাগিয়েছে টি-টোয়েন্টি।তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মিরপুরের দুটিতে হারে তামিম ইকবালের দল।
কিন্তু চট্টগ্রামে গিয়ে পাল্টে যায় চিত্র। শেষ ওয়ানডে নিজেদের করে নেয় টাইগাররা। এরপর প্রথম টি-টোয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। এর আগে অবশ্য বিশ্বকাপে একবার ছাড়া ছোট ফরমেটে ইংলিশদের সঙ্গে দেখা হয়নি টাইগারদের।
দুই বারের দেখায় একটিতে জয় বাংলাদেশের। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। অন্যদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতায় ফিরতে চায় ইংলিশরা। আগামীকালকে ম্যাচের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। সুযোগ পেতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
আজকের ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ/শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।