ইংল্যান্ডের বিপক্ষে আজ সেঞ্চুরি করে সাকিব আল হাসানকে পিছনে ফেলে রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচের দারুন একটি রেকর্ড গড়েছেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে আজ ব্যাটিং করতে নেমে সেঞ্চুরি করেছেন ভারতের এই অলরাউন্ডার। আর এতেই বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে পিছনে ফেলে এক টেস্টে বেশিবার সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি।

বাংলাদেশের জার্সিতে এক ম্যাচে সেঞ্চুরি এবং ৫ উইকেট সাকিব নিয়েছেন দুইবার। সাকিব ছাড়াও সোবার্স ও সাকলায়েন এই কীর্তি গড়েছেন দুইবার। চেন্নাই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন।

আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে এটি তার তৃতীয়। একই টেস্টে সবচেয়ে বেশিবার সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারের কীর্তিতে অশ্বিনের সামনে এখন শুধুই ইয়ান বোথাম।

ইংল্যান্ডকে জেতার জন্য পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। লক্ষ্যে নেমে ৩ উইকেট হারিয়ে চাপে সফরকারীরা, শেষ দিন তাদের দরকার আরও ৪২৯ রান। ১ উইকেটে ৫৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত, লিডটা তখনও ২৪৯ রানের।





দ্বিতীয় ইনিংস ২৮৬ রানে শেষ হলে তারা ইংল্যান্ডকে ৪৮২ রানের লক্ষ্য দিয়েছে। সোমবার ৭ রানে অপরাজিত নামা চেতেশ্বর পুজারা দিনের ষষ্ঠ বলে হন রান আউট। এরপর লিচের কাছে বিদায় নেন রোহিত শর্মা (২৬) ও ঋষভ পান্ত (৮)। আজিঙ্কা রাহানে (১০) ও অক্ষর প্যাটেলকে (৭) প্যাভিলিয়নে ফেরান মঈন।