আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন তিনজন ক্রিকেটার। অলরাউন্ডার সাকিব আল হাসান টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস এবং ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।
তিনজনের মধ্যে লিটন এবং সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং মুস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। বর্তমানে বাংলাদেশ টেস্ট দলে নিয়মিত সদস্য নন মোস্তাফিজুর রহমান। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকছেন না তিনি এটা এক প্রকার নিশ্চিত।
যে কারণে আইপিএলের প্রথম থেকেই দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আইপিএলের যোগ দেবেন তিনি তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকার কারণে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে পারেন লিটন এবং সাকিব।
যদিও আইপিএল এর প্রথম থেকে খেলার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন লিটন এবং সাকিব। বিষয়টি নিশ্চিত করেছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি অবশ্য বলেছিলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তাদের ছুটি দেওয়ার ব্যাপারে।
এদিকে সিলেটে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই নিয়ে মুখ খুলেছেন লিটন। তার ভাষ্য, আবেদন করেছেন, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত পাননি তারা। কবে থেকে এনওসি চেয়েছেন প্রশ্নে লিটন জানান, “এখনও ডিসিশন হয়নি। হলে জানতে পারবেন। আপনারাই প্রথমে জানতে পারবেন।”