৩৬ বছর বয়সে ১৪ বছর পর স্নাতক ডিগ্রী পেলেন সাকিব আল হাসান।

রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) স্নাতক সম্পন্ন করেছেন সাকিব। রোববার (১৯ মার্চ) সমাবর্তনে সেই স্বীকৃতি পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

একই দিন সমাবর্তন নিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার এনামুল হক বিজয় ও কামরুল ইসলাম রাব্বি।আগের দিন বিকেলে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা সাকিব আজ ঢাকায় উড়ে এলেন সমাবর্তনে অংশ নিতে।

ক্রিকেটের বাইরে আরেকটি স্বপ্ন পড়াশোনার একটি ধাপ শেষ করতে পারায় খুবই পুলকিত সাকিব। শনিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেন তিনি, নেন একটি উইকেট।

এই ম্যাচ খেলে রোববার ঢাকায় উড়ে এসে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে (এআইইউবি)র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের অন্যতম সেরা ক্রীড়া তারকা জানান নিজের প্রতিক্রিয়া,

‘অনেক বছর হলো আমি ক্রিকেট খেলি। সেই শুরু থেকে আমার মা ফোন করে আমাকে পড়াশোনার কথা জিজ্ঞেস করে। আজ আমি খুবই খুশি ও গর্বিত যে অবশেষে আমি আমার স্বপ্ন পূরণ করেছি। ক্রিকেট মাঠে হয়ত অনেক কিছু অর্জন করছি। কিন্তু এটা আমার স্বপ্ন ছিল।’

১৪ বছর আগে এই কোর্সে ভর্তি হয়েছিলেন তিনি। খেলার ব্যস্ততার কারণেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগল তার।