আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এখন ছুটিতে রয়েছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। তবে অধিকাংশ ক্রিকেটারাই এখন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছেন।
বরাবরের মত এবারও সবার আগে ব্যক্তিগতভাবে অনুশীলনে ফেলেছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার সাথে যোগ দিয়েছেন লিটন দাস। আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ এর আগে আগামী ২৯ মে থেকে শুরু হবে বাংলাদেশে দলের অনুশীলন।
এই টেস্ট ম্যাচ কে সামনে রেখে আগামী ২৭ অথবা ২৮ মে দল ঘোষণা করতে পারে নির্বাচকরা। আগামী দুই-একদিনের মধ্যে দল চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু।
সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল থেকে এই দলে দুটি বা তার অধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সাকিব আল হাসানের ইনজুরির কারণে তার জায়গায় অতিরিক্ত একজন ব্যাটসম্যান এবং অতিরিক্ত আরো একজন বোলার নিতে হবে নির্বাচকদের।