দ্রুততম ব্যাটসম্যান হিসাবে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম

ইনিংসের শেষ বল। সেঞ্চুরি থেকে মুশফিকুর রহিম মাত্র ১ রান দূরে। পেসার গ্রাহাম হিউমের বল মিড উইকেটে পাঠিয়ে প্রান্ত বদল মুশফিকের। তাতেই ইতিহাস। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়ে গেল মুশফিকের। ৬০ বলে মুশফিক পৌঁছেছেন মাইলফলকে।

এর আগে সাকিব আল হাসান ৬৩ বলে সেঞ্চুরি পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ব‌্যাট হাতে ঝড় তুলে সাকিব দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। পরবর্তীতে ৬৮ বলেও সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের সুপারস্টার। আজ সব রেকর্ড ভেঙে দিলেন মুশফিক।

৬০ বলে সেঞ্চুরি তুলে নিতে ১৪ চার ও ২ ছক্কা হাঁকিয়েছিলেন। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড পাওয়ার দিনে মুশফিক ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন। ৫৫ রান দূরে থাকতে মাঠে নেমেছিলেন। ২৪৪ ইনিংসে তার রান এখন ৭০৪৫। তামিম ও সাকিবের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে অনন‌্য এ রেকর্ডবুকে নিজের নাম তোলেন তিনি।