চমক বলে তেমন কিছু নেই। জেতার জন্য সেরা খেলোয়াড়দের নিয়ে দলটা করবো : হাবিবুল বাশার

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে আগামী ১৪ জুন মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটারের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২০২৯ সালের ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানে হেরেছিল সাকিব বাহিনী। তাইতো আফগানিস্তানের বিপক্ষে কোন চমক নয় বরং শক্তিশালী দল গড়তে চাই বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, “চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়ে দলটা করবো।”

আগেরবার স্পিন উইকেটে আফগানদের মুখোমুখি হয়েছিল। পরে ওই পরিকল্পনার জন্য গুণতে হয়েছে মাশুল। এবার কেমন হবে? বাশার অবশ্য জানাতে চাইলেন না নিজেদের পরিকল্পনা।

তিনি বলেন, “আমাদের তো পরিকল্পনা আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিষ্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করবো না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে সেটা সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।”