যেটা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। অভিষেকে এত রান, চিন্তাই করিনি : তাওহীদ হৃদয়

অভিষেক ম্যাচেই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন তাওহীদ হৃদয়। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে তার। আর অভিষেক ম্যাচেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন তিনি।

এমনকি বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকের সেঞ্চুরির একদম কাছে গিয়ে আউট হয়েছেন তিনি। তবে হৃদয়ের অবশ্য আক্ষেপ নেই কোনো। ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে বললেন,

“আমি শুরুতে আউট হতে পারতাম। যেটা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। অভিষেকে এত রান, চিন্তাই করিনি।’ সেঞ্চুরি না পাওয়া নিয়ে অবশ্য প্রশ্ন হলো তাতে। হৃদয় কখনো বললেন, ‘এটিই ভাগ্যে ছিল, ভবিষ্যতে হবে।’ সেঞ্চুরি না পেলেও অভিষেকে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়া হৃদয় এরপর যোগ করলেন, ‘ভবিষ্যতে যাদের অভিষেক হবে তাদের জন্য শুভকামনা, তারা যাতে আরও ভালো করে।”

হৃদয় যখন নেমেছিলেন, বাংলাদেশ তখনো ম্যাচে ঠিক নিয়ন্ত্রণে ছিল না। এরপর সাকিবের সঙ্গে তাঁর জুটিতে বড় স্কোরের ভিত পায় বাংলাদেশ, মুশফিকের সঙ্গে জুটিতে এগিয়ে যায় আরও। সাকিবের ব্যাটিং দেখেও আজ শিখেছেন হৃদয়,

“আমি প্রথম থেকে চেয়েছিলাম ইন্টেন্ট ঠিক রেখে খেলতে। কখনো ভাবিনি একটু থিতু হয়ে নিই। বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। সাকিব ভাইয়ের সঙ্গে খেলা ভালো একটা ব্যাপার, কারণ উনি অনেক অভিজ্ঞ। সাকিব ভাইয়ের সঙ্গে ব্যাটিংয়ের সময়ই অনেক কিছু শিখছিলাম। উনিও বলছিলেন, “এভাবে এভাবে করলে ভালো হবে। ” উপভোগ করেছি অনেক।”