আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরের ক্রিকেটারদের নিলাম। প্রতিবারের মতো এবারও আইপিএলে অংশগ্রহণ করবে কিংস ইলেভেন পাঞ্জাব। তবে ক্রিকেটারদের নিলামের আগে আইপিএলের পুরনো এই দল তাদের নাম পরিবর্তন করতে যাচ্ছে।
“কিংস ইলেভেন পাঞ্জাব” এর পরিবর্তে তাদের নতুন নাম হচ্ছে “পাঞ্জাব কিংস”। ইতিমধ্যেই বিসিসিআই-এর কাছে এই নতুন নামের অনুমোদনের জন্য আনুষ্ঠানিকভাবে যোগাযোগ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নামের বদল প্রসঙ্গে।
তবে এখনো ঠিক কিসের জন্য নিজেদের নাম পরিবর্তন করতে যাচ্ছে তারা তার কারণ এখনো জানায়নি। এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষে আছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এছাড়াও রয়েছেন মোহিত বুরমান, নেস ওয়াদিয়া এবং কারান পল। আইপিএলে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব।
কিংস ইলেভেন পাঞ্জাব:
রিটেইন ক্রিকেটার: লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, মানদীপ সিং, সরফরাজ খান, দীপক হুদা, প্রভাসিমরন সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নলকান্দে, রবি বিষ্ণ, মুরুগান অশ্বিন, আর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, কিশান পোরেল।