বিসিবি প্রেসিডেন্ট কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে বেশ আলোচনায় এসেছে কয়েকজন প্রতিভাবান তরুণ ক্রিকেটার। এদের মধ্যে কিছু ক্রিকেটার এখনই জাতীয় দলে খেলতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের হেড কোচ টবি রেডফোর্ড।
তবে এখনই এইসব তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে চান না তিনি। তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে আনতে আরো কাজ করতে হবে বলে জানিয়েছেন এইচপি দলের প্রধান কোচ।
এমনকি বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও মনে করেন জাতীয় দলে আসার আগে তরুণ ক্রিকেটারদের নিয়ে আরো কাজ করতে হবে।
বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পরে রাসেল ডমিঙ্গো বেশ কিছু তরুণকে তুলে এনেছেন। নাঈম শেখ, নাঈম হাসান, মাহেদি হাসান, আফিফ হোসেন, আমিনুল ইসলামরা তাদের অন্যতম।
পেসার শরিফুল ইসলাম, টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ ইমনকেও মনে ধরেছে তার। তবে হাই পারফরম্যান্স কোচ টবির সঙ্গে একমত ডমিঙ্গো। তাদের আরও প্রস্তুত হতে হবে। ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন,
“বঙ্গবন্ধু কাপে কিছু তরুণ সত্যিই খুব ভালো করেছে। শরিফুল দারুণ বোলিং করেছে। পারভেজ ইমন সেঞ্চুরি পেয়েছে। তবে আমাদের মাথায় রাখতে হবে, ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য”।
“তাদের তৈরি হতে সময় দেওয়ার ব্যাপারটা তাই খুবই গুরুত্বপূর্ণ। যাতে করে তারা আন্তর্জাতিক অঙ্গনে এসেই মানিয়ে নিতে পারে এবং শক্তিশালী এই দলটার সঙ্গে সমন্বয় করতে পারে।”
বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের হেড কোচ টবি রেডফোর্ডও মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে আনার আগে এই তরুণদের নিয়ে আরও কাজ করতে হবে।
এমনকি জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোও তরুণদের আরও পরিপক্ক হওয়ার দিকে মন দিচ্ছেন। টবি বলেছেন, ‘কিছু ক্রিকেটার আছে, যারা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত”।
“কালই তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে। কিন্তু তাদের আরও শক্তিশালী হওয়ার সুযোগ আছে। তাদের ফিট হতে হবে। কিছু টেকনিক্যাল বিষয় নিয়েও কাজ করতে হবে। তিন ফরম্যাটেই আমরা এখান থেকে টেকনিক্যালি ফিট ক্রিকেটার পাবো বলে আশা করছি।’
টবির মতে, পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে তরুণদের আন্তর্জাতিক অঙ্গনে আনা ঠিক নয়। দ্বিতীয় ব্যাপার হলো তাদের অনেকে কেবল বাংলাদেশের কন্ডিশনে ভালো করছে”।
“কিন্তু জাতীয় দলে আনার আগে তাদের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় কিভাবে পারফরম্যান্স করতে হয় সেটা শিখতে হবে। যেকোন প্রান্তে যেন ক্রিকেটাররা ভালো করতে পারে সেই দিকটা নিয়ে তিনি তাই কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন”