সবকিছু ঠিকঠাক থাকলে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী মাসের ১০ তারিখে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ৩ ফেব্রুয়ারি।
এরপর ১১ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। কাগজে-কলমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ। তাই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে কোন প্রকার ছাড় দিতে নারাজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মোমিনুল হক।
যদিও বর্তমান সময়টা মোটেও ভাল যাচ্ছেনা ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের। ইতিমধ্যেই কয়েকটি টেস্ট সিরিজ হেরে খুব মানসিক চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবুও এই দলকে হালকা ভাবে নিচ্ছেন না বাংলাদেশ দলের অধিনায়ক।
আজ সাংবাদিকদের সাথে আলাপকালে মমিনুল হক বলেন, ‘ওরা টানা হেরে এসেছে মানে এই না যে ওদের আপনি এখানে হারিয়ে দেবেন। ওদের সঙ্গে খেলতে হলে আপনাকে পুরো চেষ্টা নিয়েই খেলতে হবে। ইতিবাচক দিক একটাই, ওরা একটু হতাশ থাকবে। তবে এর মানে এই না যে ওদের আপনি ছেড়ে দেবেন।