সাকিবের কথায় আরও বেশি সাহস পেয়েছেন তৌহিদ হৃদয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের অন্যতম সেরা আবিষ্কার ছিলেন তৌহিদ হৃদয়। আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর করেছিলেন তিনি। তবে বিপিএলে ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন তৌহিদ। আর সুযোগ পেয়ে সেটিকে সদ্ব্যবহার করেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। আর নিজের প্রথম আন্তর্জাতিক সিরিজে ইংল্যান্ডের মতো দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

এই সুখস্মৃতি সঙ্গী করে পরদিনই হৃদয় নেমে গেছেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা লিওপার্ডের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন।

৭ চার ও ২ ছক্কায় ৩০ বলে ৫৪ রান করেন হৃদয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কয়েকদিন আগে জাতীয় দলে অভিষিক্ত এই ক্রিকেটার। জানিয়েছেন সাকিবের একটা কথা সবসময়ই কাজ করে তার ভেতর।

বুধবার সাংবাদিকদের হৃদয় বলেন, “সাকিব ভাইয়ের একটা কথা সবসময় আমার ভেতর কাজ করে- প্রতিপক্ষ কে আছে, বা কার সঙ্গে খেলছো; এত কিছু চিন্তা করার কিছু নেই। তুমি তোমার স্বাভাবিক যে খেলা, যেটা ভালো মনে হবে সেটা করবা”

“প্রতিটা সিনিয়র খেলোয়াড়ই অনেক মোটিভেট করেছে। প্রতিটা খেলোয়াড়কেই করে। আমি আশা করি ভবিষ্যতে যারা আসবে তাদেরও করবে। কারণ সিনিয়র খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ, তাদের একটা কথা একটা খেলোয়াড়ের জন্য অনেক বিশ্বাস তৈরি করে। আশা করি ভবিষ্যতেও যারা ঢুকবে, সিনিয়রদের কাছ থেকে সাহায্য পাবে।”