বাংলাদেশ এখন এমন অবস্থায় আছে, সেখানে আমাদের আরও নিয়মিত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করা উচিত : তামিম ইকবাল

সবশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এরপর থেকে আর বাংলাদেশে জাতীয় দলকে আমন্ত্রণ জানায়নি ইংল্যান্ড। এর মধ্যে শুধু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ানডে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড গিয়েছিল টাইগাররা।

দীর্ঘ এই সময়ের মধ্যে বাংলাদেশ দলকে নিজেদের মাটিতে আমন্ত্রণ না জানানোর আক্ষেপ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন,

“বাংলাদেশ এখন এমন অবস্থায় আছে, সেখানে আমাদের আরও নিয়মিত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করা উচিত এবং আমি জানি না, কেন তা হয় না। ১৩ বছর হয়ে গেছে আমরা ইংল্যান্ডে কোনো সিরিজ খেলিনি। এটা আসলে হতাশার, এতো ভালো করার পরও আমরা আবার সফর করতে পারিনি, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।”

ইংল্যান্ডের মাটিতে খেলা হলে গ্যালারির দখলটা বাংলাদেশি সমর্থকদের কাছেই বেশি থাকবে বলে জানালেন তামিম,

“আমি নিশ্চিত করে বলতে পারি ইংল্যান্ডের সমর্থকের চেয়ে বাংলাদেশি সমর্থকের সংখ্যাটা বেশি হবে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ইংলিশ সমর্থকদের ছাড়িয়ে গিয়েছিলাম আমরা। যদি ইংল্যান্ডে খেলার আমন্ত্রণ পাই, সেটা যেই ফরম্যাটই হোক না কেন, গ্যালারি পরিপূর্ণ থাকবে।”