আগামী জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজে আগেই বাংলাদেশের জাতীয় দলের জন্য একজন ব্যাটিং পরামর্শক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নিল ম্যাকেঞ্জি চাকরি ছেড়ে দেওয়ার পর শূন্য পড়ে আছে ব্যাটিং কোচের পদ। তারা চলে যাওয়ার পর শ্রীলঙ্কা সিরিজের জন্য নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলানকে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হলেও বাবার মৃত্যুতে তিনিও পদত্যাগ করেন।
এরপর কেটে গেছে অনেকদিন। আবারো আলোচনায় বাংলাদেশের ব্যাটিং কোচ নিয়োগ। খণ্ডকালীন ও স্থায়ী দুই পরিকল্পনা নিয়ে ব্যাটিং কোচের সন্ধান করছে বিসিবি। কিন্তু প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া একজন স্থায়ী ব্যাটিং কোচ। যিনি কিনা লাল ও সাদা বলে ক্রিকেটারদের নিয়ে সার্বক্ষণিক কাজ করবেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, “যে দলের জন্য একাগ্রতা দেখাবে, নিবিড়ভাবে কাজ করবে, এমন একজন স্থায়ী ব্যাটিং কোচ দরকার। যেটা নিয়ে কাজ করছে বিসিবি। জানুয়ারির সিরিজেই আশা করি একজনকে পাব।”
তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালীন সময়ে বাংলাদেশ জাতীয় দলের জন্য ব্যাটিং পরামর্শক খুঁজেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির একটি সূত্র জানায়, জেমি সিডন্সের নামও প্রস্তাব করা হয়েছিল ব্যাটিং কোচ হিসেবে। তাতে রাজি হননি প্রধান কোচ রাসেল। তিনি চেয়েছেন, মিলেমিশে কাজ করবেন এমন একজনকে।
এ ব্যাপারে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের বলেন, ‘বেশ ক’জন কোচের সঙ্গে কথা হচ্ছে। এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে হয়ে যেতে পারে।’ চূড়ান্ত না হলেও ব্যাটিং কোচের নিয়োগ প্রক্রিয়াধীন।