পাকিস্তানের বর্তমান সময়ের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজমের পর এবার দল থেকে থেকে ছিটকে গেছেন আরেক ওপেনার ব্যাটসম্যান ইমাম উল হক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। এছাড়াও পাকিস্তান দলে তিন নতুন ব্যাটসম্যান মুখ ইমরান বাট।
এছাড়াও দলে রয়েছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, আজাহার আলী এবং ইয়াসির শাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার।
প্রথম টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান ও ইয়াসির শাহ।