ময়মনসিংহে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। প্রথমদিনের জয় তুলে নিয়েছে ময়মনসিংহ টাইগার্স এবং ময়মনসিংহ রাইডার্স

প্রথমবারের মতো ময়মনসিংহে শুরু হলো ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচেই হেরেছে মোহাম্মদ আশরাফুলের দল ময়মনসিংহ টাইগার্স। উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে মোহাম্মদ আশরাফুলের দল ময়মনসিংহ টাইগার্স।

ব্যাট হাতে মাত্র ১ রানে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ আশরাফুল। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন শাকিল। ম্যাচ সেরা শুভাগত হোম নিয়েছেন চার উইকেট।

জবাবে শেষ ওভারে জয় তুলে নেয় থান্ডার। ৬ উইকেট হারিয়ে তোলে ১০৬ রান। তৌহিদ ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন। অলরাউন্ড নৈপুন্য দেখানো শুভাগত অপরাজিত ছিলেন ২৫ রানে।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ময়মনসিংহ রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে রাইডার্স ১১ রানে হারিয়েছে ময়মনসিংহ ঈগলসকে। টস জিতে ব্যাট করতে নামে রাইডার্স। ৮ উইকেটে তোলে ১৪৭ রান।





সর্বোচ্চ ৩৬ রান করেন উত্তম। চার উইকেট নেন সাদ। জবাবে ৯ উইকেটে ১৩৬ রানে থামে ঈগলস। ৩০ রান করে করেছেন সিয়াম ও সাদ। স্বাধীন ও মনির নিয়েছেন তিনটি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন মুনির হোসেন।