গতকাল শেষ হয়েছে বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচ। এরপর দুই সপ্তাহের জন্য ছুটি দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। তবে এখনই ছুটি পাচ্ছে না বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। মঙ্গলবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ এইচপি দলের ক্যাম্প।
এই ক্যাম্পের জন্য আজ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে থাকা সকল ক্রিকেটারকে করানো হয়েছে করোনা টেস্ট। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্প চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ এইচপি দলে সুযোগ পেয়েছে বিসিবি প্রেসিডেন্ট কাপে অংশগ্রহণ করা অনেক ক্রিকেটার সুমন খান, আসিফ হোসেন। এছাড়াও এই ক্যাম্পে রয়েছে জাতীয় দলের ক্রিকেটার। কোচ টবি র্যাডফোর্ড আনুষ্ঠানিকভাবে নিচ্ছেন এইচপির দায়িত্ব।
এবারের এইচপি ইউনিটে রয়েছে যুব বিশ্বকাপজয়ী দলের ১৩ ক্রিকেটার। মূলত তাদের নিয়েই এবার গড়ে তোলা হয়েছে এইচপি ক্যাম্প। পাশাপাশি বয়সভিত্তিক বিভিন্ন দল ও জাতীয় ক্রিকেট থেকে প্রতিশ্রুতিশীল একাধিক ক্রিকেটারকে নেওয়া হয়েছে এ ক্যাম্পে।
এবারের এইচপি ক্যাম্পের স্কোয়াডে নেওয়া হয়েছে তিনজন লেগস্পিনার। জাতীয় দলের জন্য ভালো মানের লেগস্পিনার গড়ে তোলার প্রক্রিয়ায় এবার ক্যাম্পে জোর দেওয়া হয়েছে। জাতীয় দলে খেলা আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে এইচপি দলে জায়গা পেয়েছেন মিনহাজুল আবেদীন আফ্রিদি ও রিশাদ হোসেন।
এইচপি স্কোয়াড :
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।
স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি।
পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।
উইকেটকিপার: মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী।