প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলছেন অধিনায়ক বিরাট কোহলি।
গতকাল দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে ব্যাট হাতে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আইপিএলে তিনি সব চেয়ে বেশি রানের মালিক আগেই ছিলেন।
১৮২টি ম্যাচে তাঁর সংগ্রহ ৫,৫৪৫ রান। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরেশ রায়নার থেকে প্রায় দুশো রান এগিয়ে ব্যাঙ্গালোর ক্যাপ্টেন। এ বার টি ২০ ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেললেন কোহালি। প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড রানের মালিক হলেন তিনি।
গতকাল দিল্লির বিরুদ্ধে নামার আগে ৯ হাজার রান থেকে ১০ রান কম ছিল কোহালির। সোমবার ব্যাঙ্গালোর ক্যাপ্টেন করেন ৩৯ বলে ৪৩ রান। আর এই ইনিংস খেলার পথেই ন’হাজার রান পূর্ণ করে ফেলেন তিনি।
বিরাট কোহলির আগে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছে নয় জন ক্রিকেটার। এই তালিকায় সবার উপরে রয়েছেন ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেল (১৩,২৯৬ রান)। দ্বিতীয় জন তাঁরই স্বদেশীয় কাইরন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান সদস্যের সংগ্রহ ১০,৩৭০ রান।