আইপিএলে খেলতে ২১ অক্টোবর দুবাই যাবে জাহানারা আলম এবং সালমা খাতুন

নারী আইপিএলের গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে এবারের আইপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম। সেইসাথে এবারের আসরে আরও খেলবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।

ইতিমধ্যেই আইপিএল কে সামনে রেখে নিজ উদ্যোগে প্রস্তুতি শুরু করে দিয়েছে জাহানারা আলম এবং সালমা খাতুন। তবে সামনে যেহেতু তাদের দুজনের সামনে বড় একটি টুর্নামেন্টের তাই বিসিবি তাদের দুজনের জন্য বিশেষ ব্যবস্থা করছে। স্থানীয় কোচের অধীনে অনুশীলন করেই আইপিএলে খেলতে যাবে তারা।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ৪ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। জাহানারা ও সালমা রওনা হবেন ২১ অক্টোবর। তার আগে কিছুদিন কোচের অধীনে অনুশীলন করে বড় মঞ্চে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবেন তারা।