ইতিহাস গড়লেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা

সব বাধা পেরিয়ে অবশেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাঠে ফিরেই ১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ঘরোয়া ক্রিকেট লিগের ৫ টি টি-টোয়েন্টি শিরোপা ঘরে তুলেছেন মাশরাফি।

যদিও এ টুর্নামেন্টে খেলা মাশরাফি বিন মুর্তজা জন্য এতটা সহজ ছিল না। টুর্নামেন্ট শুরুর আগে ইনজুরিতে পড়েন তিনি। এরপর টুর্নামেন্টের মাঝপথে জেমকন খুলনার হয়ে মাঠে নামেন মাশরাফি। এর আগেও ঘরোয়া ক্রিকেট লীগ বিপিএলের সাত আসরের চারটি শিরোপা পেয়েছেন তিনি।

২০১২ ও ২০১৩ বিপিএলে মাশরাফির নেতৃত্বে শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ২০১৫ সালে নানা বিতর্ক পেছনে ফেলে বিপিএল শুরু হলে মাশরাফির হাতে উঠে শিরোপা। সেবার চ্যাম্পিয়ন করিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ২০১৭ সালে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। এবার জিতলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

সবমিলিয়ে টি-টোয়েন্টিতে পাঁচ শিরোপা জিতেছেন মাশরাফি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ। গতকাল ফাইনাল শেষে ধারাভাষ্যকার এড রেইন্সফোর্ড তাকে জিজ্ঞেস করেন, ‘আমি জানি তুমি কয়টি টি-টোয়েন্টি ফাইনাল জিতেছো। তুমি কি জানো? জবাবে মাশরাফি হেসে হেসে বলেন, ‘চারটা বিপিএল এবং এবারের এটি। পাঁচটি।’





পাঁচ শিরোপার জন্য মাশরাফি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন সৃষ্টিকর্তার, “সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। এরকম হয়ে যায়, ঘরোয়া ক্রিকেটে খেলতে নামলে চ্যাম্পিয়ন হয়ে যাই। বিশেষ করে ফাইনাল খেললে জিতে যাই। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা আবারও।’