বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নিজের জাত চিনিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিপদের মুহূর্তে আবার ও দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ৯ বলে ৩০ রানের বিষ্ফোরক ইনিংসের পর ফাইনালে চাপের মুখে করলেন ৪৮ বলে ৭০ রান।
আর মাহমুদুল্লাহ রিয়াদের এই ইনিংসের উপর ভর করেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন খুলনা। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। তিনি পেয়েছেন নগদ ১ লাখ টাকার অর্থ পুরস্কার।
অন্যদিকে টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করছিলেন গাজী গ্রুপ চট্টগ্রামের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। আজ ফাইনালেও কৃপণ বোলিং করেছেন তিনি। তার ৪ ওভার থেকে ২৪ রানের বেশি করতে পারেনি খুলনা, আউট করেছেন মাশরাফি বিন মর্তুজাকে।
টুর্নামেন্টের ধারাবাহিক পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন মুস্তাফিজুর রহমান। ফলে টুর্নামেন্ট সেরার ৩ লাখ টাকার পুরস্কার উঠেছে তারই হাতে। এছাড়াও আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে টুর্নামেন্টের সেরা বোলারের ২ লাখ টাকার পুরস্কারও জিতে নিয়েছেন মোস্তাফিজ।
ফাইনালে ব্যক্তিগত পুরস্কার দেয়া হয়েছে আরও দুই ক্যাটাগরিতে। টুর্নামেন্টে ১০ ম্যাচে আসরের সর্বোচ্চ ৩৯৩ রান করার সুবাদে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন লিটন দাস। তার হাতে উঠেছে ২ লাখ টাকার পুরস্কার।
এ ছাড়া বিশেষ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরুপ ১ লাখ টাকা করে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত (৫৫ বলে ১০৯), পারভেজ হোসেন ইমন (৪০ বলে ১০০*), শরিফুল ইসলাম (আসরে ১৬ উইকেট) এবং রবিউল ইসলাম রবি (আসরের সেরা বোলিং ফিগার, ২০ রানে ৫ উইকেট)।