আজ আমরা শুধু শহিদুলের বাবার জন্য খেলেছি। আল্লাহকে ধন্যবাদ যে আমরা তাঁর জন্য জয়ে এনে দিতে পেরেছি : মাশরাফি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজ গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জেমকন খুলনা। ম্যাচে আজ শেষ ওভারে গুরুত্বপূর্ণ বোলিং করেছেন জেমকন খুলনা দলের ফাস্ট বোলার শহিদুল ইসলাম। ম্যাচটি শহিদুল ইসলামের জন্য অনেক কঠিন ছিল। কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন শহিদুল ইসলাম।

এই সময়ের টুর্নামেন্ট ছেড়ে নিজ বাড়ি নারায়ণগঞ্জ গিয়েছিলেন শহিদুল। বাবা দাফন শেষে তিনদিন হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। ‌ এরপর আজ ফাইনালে একাদশে জায়গা করে নিয়ে মূল্যবান দুটি উইকেট লাভ করেছেন তিনি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর তাই মাশরাফি বিন মুর্তজা জানালেন আজ শহীদদের জন্য খেলেছেন পুরো দল।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, “সবকিছুর জন্য সৃষ্টিকর্তা আল্লাহকে ধন্যবাদ। যখন আমি ঘরোয়া ক্রিকেটে খেলেছি সবসময়ই চ্যাম্পিয়ন। বিশেষ করে যখন আমি ফাইনাল খেলেছি। এটার জন্য আল্লাহকে ধন্যবাদ এবং একটা জিনিস যে আমরা সবাই শহিদুলের বাবার জন্য খেলেছি। সে পাঁচদিন আগে মারা গেছে।”





“আমাদের অধিনায়ক বলেছে যে আমরা শহিদুলের জন্য খেলব। তারা বাবা মারা যাওয়ার কারণে বাড়িতে ছিল এবং হোটেলে সে গত তিনদিন কোয়ারেন্টাইনে ছিল। সে পরীক্ষায় নেগেটিভ হয় এবং সে খেলেছে। আমরা শুধু তার জন্য খেলেছি। আল্লাহকে ধন্যবাদ যে আমরা তাঁর জন্য জয়ে এনে দিতে পেরেছি।”