বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলর রুবেল হোসেন। প্রথম ম্যাচে উইকেট না পেলেও পরের তিন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ১০ উইকেট নিয়ে এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।
প্রেসিডেন্ট কাপে অন্য রূপে দেখা যাচ্ছে রুবেল হোসেনকে। শুধু রুবেল হোসেনই নয় এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ দলের ফাস্ট বোলাররা। ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছে মোস্তাফিজুর রহমান ,তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মাহিদুল ইসলাম মুগ্ধ সহ আরো বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটাররা।
আর এই অলিখিত প্রতিযোগিতা বেশ উপভোগ করছেন রুবেল হোসেন। একসময় স্পিননির্ভর বাংলাদেশ দল বর্তমানে ফাস্ট বোলিংয়ের উপর দারুন আস্থা রাখছে। এই প্রতিযোগিতা ভবিষ্যতে বড় পরিসরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করছেন রুবেল হোসেন।
রুবেল বলেন, “সব দলের পেসাররাই দ্রুত নতুন বলে উইকেট তুলে নিয়েছেন। আমার মনে হয় পেস বোলারদের প্রতিযোগিতা থাকাটা খুব ভালো, এটা বাংলাদেশ দলের জন্যও ভালো। সবাই এখানে ভালো খেলতে চায়। যখন প্রতিযোগিতা বেশি থাকবে, তখনো ফোকাস আরও ভালো হবে।
এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো। বাংলাদেশে এখন অনেক পেসার আছে যারা ১৪০ এর উপর কিংবা কাছাকাছি বোলিং করে। এই জিনিসগুলো বাংলাদেশের জন্য ভালো।’
বর্তমান সময়ে নিজের বোলিং নিয়ে কিছুটা সন্তুষ্ট হলেও উন্নতির শেষ নেই বলে জানিয়েছেন রুবেল হোসেন। বিশেষ করে স্লগ ওভারে আরো বেশি মনোযোগী হতে চান রুবেল হোসেন। সে জন্য প্রয়োজন হলে বাংলাদেশ জাতীয় দলের প্রধান বোলিং কোচ ওটিস গিবসনের সাথে পরামর্শ করবেন তিনি।
রুবেল আরো বলেন, ‘বাংলাদেশের পেস বোলার সবেচেয়ে বেশি ভোগে স্লগ ওভারে গিয়ে। এটা নিয়ে গিবসনের সঙ্গে অবশ্যই কথা বলবো আমরা। আমি ব্যক্তিগতভাবেও তার সঙ্গে স্লগ ওভার নিয়ে কাজ করবো। কীভাবে আমি স্লগ ওভারে উন্নতি করতে পারি ও বৈচিত্র্য আনতে পারি তা নিয়ে কাজ করতে হবে।’