তিন দলীয় সিরিজের জন্য প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ এইচপি ক্রিকেট দলের ক্রিকেটারদের তিন ভাগে ভাগ করে প্রেসিডেন্ট কাপ ২০২০ সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই তিন দলের অধিনায়কের নাম চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তিন দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ অক্টোবর মাঠে গড়াবে এই ওয়ানডে সিরিজ। সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে দিবা রাত্রির। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকার কারণে প্রতিটি ম্যাচেই রিজার্ভ ডে রেখেছে বিসিবি।

তিন দলীয় ওয়ানডে টুর্নামেন্টের স্কোয়াডঃ

মাহমুদউল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল (শান্ত) একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
স্ট্যান্ডবাইঃ সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।

তামিম একাদশ : তামিম ইকবাল খান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, আকবর আলি, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।