তিন দলের ওয়ানডে সিরিজের প্রতিটি খেলা সরাসরি দেখা যাবে অনলাইনে। ফাইনাল ম্যাচে দেখা যাবে টিভিতে

বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য দারুন সুখবর দিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ১১ অক্টোবর থেকে এসি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দলের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ এইচপি ক্রিকেট দল নিয়ে ইতিমধ্যেই তিন দলের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন দলের অধিনায়ক করা হয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ অন্য দলের অধিনায়ক তামিম ইকবাল এবং তরুণ ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্তকে।

এই সিরিজের প্রতিটি খেলা সরাসরি দেখা যাবে অনলাইনে। এছাড়াও ফাইনাল ম্যাচ সরাসরি টিভিতে দেখানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন,

‘তিনটা খুব সুন্দর টিম হয়েছে বলে আমাদের ধারণা। এই তিনটা টিম নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করছি। এর ফাইনালটা আমরা টিভিতে দেখানোর চিন্তা ভাবনা করছি কিভাবে লাইভ দেখানো যায়। এর আগে পর্যন্ত প্রত্যেকটা খেলা লাইভ স্টিমিং করবো। বিভিন্ন মাধ্যমে আমরা এটা করতে চাচ্ছি।’

প্রথম রাউন্ডে প্রতিটি দল একে অপরের সাথে দুই বার করে মুখোমুখি হবে। প্রত্যেক দলে থাকবেন ১৫ জন করে ক্রিকেটার। ‘আমরা ১১ তারিখ থেকে একটা টুর্নামেন্ট চালু করতে যাচ্ছি।

তিনটা টিম করছি আমরা। এটা ওয়ানডে টুর্নামেন্ট হবে। সর্বোচ্চ যে কয়জন খেলোয়াড়কে আমরা অন্তর্ভূক্ত করতে পারি শর্ত হচ্ছে প্রতি টিমের ১৫ জন করে প্লেয়ার থাকবে। অন্তত দুটো ম্যাচে খেলার সুযোগ পেতে হবে।’

এই সিরিজের ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যেতে পারে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বিটিভিতে।