টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা এবং সমালোচনা কম হয়নি। তবে অবশেষে শান্তর দলের অন্তর্ভুক্তি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে নানা গুঞ্জন ছিল দলে ফিরছেন সৌম্য সরকার। কিন্তু শেষ পর্যন্ত তাকে রিজাভ ক্রিকেটার হিসাবে রেখে চূড়ান্ত দলে জায়গা পেয়ে যান নাজমুল হোসেন শান্ত।
তাইতো আজ মিরপুরে সৌম্য সরকারের পরিবর্তে নাজমুল হোসেন শান্তকে দলে নেওয়ার কারণ জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তবে অভিজ্ঞতা বিচারেই সৌম্যকে রাখা হয়েছে ব্যাকআপ খেলোয়াড় হিসেবে।
“আমাদের দেশে একটা কমন জিনিস হয়- ডানহাতি বাঁহাতি কম্বিনেশন। এখন যদি তামিম খেলছে না, তাই আমাদের হাতে এই দুই বিকল্পই আছে (শান্ত ও সৌম্য)। অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো অনেক দিন ধরে আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কীভাবে খেলবে? এদিক থেকে শান্তর টেস্ট দলের সাথে থাকার অভিজ্ঞতা আছে।”