এক ছক্কায় সাব্বির দেখিয়ে দিয়েছে, ব্যাট হাতে কী করতে পারে : জেমি সিডন্স

জাতীয় দলে আবার ও সুযোগ পেয়ে তিন ম্যাচের মধ্যে কোন ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি সাব্বির রহমান। ওপেনিং সংকটের কারণে এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে ওপেনিংয়ে খেলানোর চেষ্টা হচ্ছে সাব্বির রহমান এবং মেহেদী হাসান মিরাজকে দিয়ে।

তবে তিন ম্যাচের মধ্যে মিরাজ দুই ম্যাচই ভালো রান পেয়েছেন। অন্যদিকে ব্যাট হাতে এখনো নামের প্রতি সুবিচার করতে পারেননি সাব্বির রহমান। যদিও গতকাল আমিরাতের বিপক্ষে ম্যাচের সবচেয়ে বড় ছক্কাটি মেরেছেন সাব্বির রহমান।

তাই তার ওপর এখনো আস্থা রাখতে চান জাতীয় দলের ব্যাটিং পরামর্শ জেমি সিডন্স। সিডন্স বলেন, “সাব্বির এখনও ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শট (ছয় মারা) খেলে দেখিয়ে দিয়েছে, ব্যাট হাতে কী করতে পারে। আমরা এমন কিছু আরও বেশি দেখতে চাই।”





তবে মিরাজের ব্যাটিংয়ে দারুণ খুশি এই অস্ট্রেলিয়ান কোচ, “তবে মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। ওর আত্মবিশ্বাস এখন উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে। সে এখন যা করছে, সেটা যে সে পারবে আমি জানতাম। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপঅর্ডারে নেমে শট খেলার। সে দারুণ করছে।”