তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। কিছুদিন আগেও এই সিরিজে নিয়ে ইতিবাচক কথা বলেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ স্থগিত করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে এই তথ্য।বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন সময়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ।
যদিও কিছুদিন আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একজন সদস্য জানিয়েছিলেন বাংলাদেশ সফর বাদ দিয়ে আইপিএলে খেলতে পারবেনা কোন ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে সেই পথ থেকে হেঁটসরে আসছে ইংল্যান্ড।
যদিও বর্তমানে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে হলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।