ঘরোয়া ক্রিকেট লীগে নিয়মিত পারফরম্যান্স করে বাংলাদেশ জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে সুযোগকে কাজে লাগিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান।
সেই সাথে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে আলো ছড়িয়েছেন শামীম পাটোয়ারী। ঘরোয়া ক্রিকেটে ফিনিশিংয়ে অভ্যস্ত নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারি দলে থাকায় মাহমুদউল্লাহ অস্ট্রেলিয়া সিরিজে উপরের দিকে ব্যাটিংয়ের চিন্তা করছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তরুণদের উপর ভরসা করতে চান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, “সোহান, আফিফ, শামীমদের ম্যাচ শেষ করার সামর্থ্য আছে। ওরা ভালো ছন্দে আছে। আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি। ইনশাআল্লাহ এই সিরিজেও তারা তাদের প্রতিভা ও সামর্থ্যের প্রতি সুবিচার করতে পারবে।’
বাংলাদেশের অধিনায়ক শেষে জানান ব্যাটিংটা করবেন উপরের দিকে, ‘বেশিরভাগ সময় আমি ৫-৬ এ ব্যাটিং করেছি। জিম্বাবুয়ে সফরে উপরের দিকে ব্যাটিং করেছি। এই সিরিজেও হয়তো বা উপরের দিকে ব্যাটিং করতে হতে পারে। চেষ্টা করব যেন দলের প্রয়োজনে অবদান রাখতে পারি।’