কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচের জন্য ১৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ২৬ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুয়ে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে দু দল।

ঘোষিত নিউজিল্যান্ড দলে উইলিয়ামসনের সঙ্গে অভিজ্ঞ সেনানী হিসেবে রয়েছেন রস টেলর। দলের ব্যাটিং ডিপার্টমেন্ট সামলাবেন টম লাথাম, টম ব্লান্ডনেল, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং এবং উইল ইয়ংরা।

টেস্ট দলে পেস আক্রমনের নেতৃত্বে থাকছেন ট্রেন্ট বোল্ট। সঙ্গী হিসেবে পাবেন টিম সাউদি, নেইল ওয়াগনার এবং কাইল জেমিসনকে। স্পিন ডিপার্টমেন্টে আছেন মিচেল সেন্টনার।

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াডঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক) ও উইল ইয়াং।





প্রথম টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান ও ইয়াসির শাহ।