২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনে ফ্র্যাঞ্জাইজিভিত্তিক ক্রিকেট লীগ খেলে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রীদি। সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে গলে গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন তিনি। এবার আবুধাবিতে টি-টেন ক্রিকেট লীগে নাম লিখিয়েছেন তিনি।
আবুধাবির টি-টেন লিগের কালান্দার্সে যোগ দিয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। আইকন ক্রিকেটার হিসেবে টি-টেন ক্রিকেট লীগে খেলবেন শহীদ আফ্রিদির। আগামী বছর ২৮ জানুয়ারি থেকে শুরু হবে টি-টেন ক্রিকেট লীগ।
লাহোর প্রেস ক্লাবে গণমাধ্যমকে কালান্দার্সের প্রধান নির্বাহী অফিসার (সিইও) আতিফ রানা জানান, ৪৫ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার আইকন খেলোয়াড় হিসেবে এই ফ্র্যাঞ্জাইজিতে যোগ দেবেন।
এই দলে যোগ দেওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আফ্রিদি বলেন, ‘কালান্দার্সের অংশ হতে পেরে আমি সত্যি সম্মানিত। লিগ ক্রিকেট মানে কেবল এক মাস ধরে উচ্চমানের ক্রিকেট খেলা নয়, বরং এই প্রতিযোগিতা দিয়ে তরুণ প্রতিভার বিকাশ ঘটানো যায়।
আফ্রিদি বলেন, ‘বিষয় হলো, আমি মনে করি, কালান্দার্সের চেয়ে ভাল কোনো ফ্র্যাঞ্জাইজি নেই কারণ তারা তরুণ প্রতিভা সামনে নিয়ে আসতে মাঠের বাইরে অনেক কাজ করে।