ঢাকার বিপক্ষে দূর্দন্ত হাফ সেঞ্চুরি তুলে নিলেন সাইফ হাসান।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে টসে হেরে ব্যাট করছে ফরচুন বরিশাল। প্লে অফ খেলতে হলে এই ম্যাচে অবশ্যই জয় লাভ করতে হবে তামিমদের।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে দুই ওপেনার তামিম ইকবাল এবং সাইফ হাসান। উদ্বোধনী জুটিতেই দুইজন যোগ করেন ৫৯ রান। দুইটি চারের সাহায্যে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল।

তামিমের উইকেট তুলে নেন আল-আমিন (জুনিয়র)। ইনিংসে বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। মুক্তার আলীর বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাইফ হাসান। ৮ টিচার এর সাহায্যে ৪১ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে ১ উইকেটে ১০২ রান সংগ্রহ করেছে বরিশাল।

বেক্সিমকো ঢাকা একাদশ : মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, আলআমিন জুনিয়র, আকবর আলী, সাব্বির রহমান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।





ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, সোহরাওয়ার্দি শুভ ও কামরুল ইসলাম রাব্বি।