বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে টসে হেরে ব্যাট করছে ফরচুন বরিশাল। প্লে অফ খেলতে হলে এই ম্যাচে অবশ্যই জয় লাভ করতে হবে তামিমদের। আগে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে ফরচুন বরিশাল।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে দুই ওপেনার তামিম ইকবাল এবং সাইফ হাসান। উদ্বোধনী জুটিতেই দুইজন যোগ করেন ৫৯ রান। দুইটি চারের সাহায্যে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল।
তামিমের উইকেট তুলে নেন আল-আমিন (জুনিয়র)। ইনিংসে বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। মুক্তার আলীর বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাইফ হাসান।
৮ টিচার এর সাহায্যে ৪১ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পরের ওভারেই রুবেল হোসেনের প্রথম বলে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। তবে এদিন বরিশালের হয়ে ইনিংস বড় করেছেন তৌহিদ হৃদয় এবং আফিফ হোসেন। বিধ্বংসী ব্যাটিং করেছেন এই দুই জন ব্যাটসম্যান।
২৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আফিফ হোসেন। একটি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৫০ করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। অন্যপ্রান্তের ২২ বলে দুটি চার এবং চারটি ছক্কা সাহায্যে ৫১ রান করে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। ৩৯ বলে ৯১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এই দুই ব্যাটসম্যান।
বেক্সিমকো ঢাকা একাদশ : মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, আলআমিন জুনিয়র, আকবর আলী, সাব্বির রহমান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, সোহরাওয়ার্দি শুভ ও কামরুল ইসলাম রাব্বি।