মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ের দারুন প্রশংসা করলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স

এশিয়া কাপের শেষ ম্যাচ থেকে সাব্বির রহমানের সাথে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ওপেনিংয়ে ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত ওপেনিংয়ে তিন ম্যাচে ব্যাটিং করেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। তিন ম্যাচের মধ্যে গতকাল ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন তিনি।

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে করেছিলেন ২৬ বলে ৩৮ রান। এরপর আমিরাতের বিপক্ষে ১৪ বলে ১২ ও ৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন তিনি। তার পারফরম্যান্সে খুশি দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।

মঙ্গলবার আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর সিডন্স বলেছেন, “মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। ওর আত্মবিশ্বাস এখন উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে। সে এখন যা করছে তা পারবে আমি জানতাম। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপঅর্ডারে নেমে শট খেলার।”





বয়স ভিত্তিক দল থেকেই ব্যাটিং টা অনেক ভালই করেন মেহেদী হাসান মিরাজ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ও বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে রান করাই ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়াও বিপিএল সহ ঘরোয়া ক্রিকেট লিগে টপ অর্ডারে ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে মেহেদী হাসান মিরাজের।