বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটের পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চট্টগ্রামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ব্যক্তিগত ৬৮ রান করেই টেস্ট ক্রিকেটের পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।
শ্রীলংকার বিপক্ষে গতকাল চট্টগ্রাম টেস্টে ৫৩ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেন মুশফিকুর রহিম। চতুর্থ দিনের শুরুতেই দেখেশুনে খেলতে থাকেন মুশফিক। যদি বৃষ্টির কারণে প্রথম এক ঘন্টা খেলা শুরু হতে দেরি হয়েছে। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত সাতটি সেঞ্চুরি এবং ১৬ টি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ৩৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ মুশফিকুর রহিম ৬৮ এবং লিটন দাস ৭৯ রান করে অপরাজিত রয়েছেন।
মুশফিকুর রহিম ছাড়াও পাঁচ হাজার রানের মাইলফলকের খুব কাছে দাঁড়িয়ে রয়েছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল। গতকাল টেস্টের তৃতীয় দিনে ১৩৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। আজ আর মাত্র ১৯ রান করতে পারলেই পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।