বাংলাদেশ অনেক ভালো বোলিং করেছে। তারা আমাদের কোন সুযোগ দেয়নি : অ্যাঞ্জেলো ম্যাথুস

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে একাই লড়াই করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু ১ রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি মিস করেছেন লঙ্কান এই ব্যাটসম্যান। আর তাতেই ক্রিকেট বিশ্বে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।





চট্টগ্রাম টেস্টে ৩৯৭ বল খেলে হাঁকিয়েছেন ১৯টি চার এবং ১টি ছক্কা। ৫৭৮ মিনিট উইকেটে কাটিয়েছেন। সোমবার দ্বিতীয় দিনের শেষ সেশনে নাঈম হাসানের একটা ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে সাকিব আল হাসানের তালুবন্দি হয়ে ১৯৯ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

সবমিলিয়ে শ্রীলঙ্কা ১৫৩ ওভারে করেছে ৩৯৭ রান। ওভারপ্রতি যা দাঁড়ায় ২.৫৯ রানে। ব্যাটিংবান্ধব উইকেটে এতো ধীরগতিতে রান তোলার কারণ হিসেবে বাংলাদেশের আঁটসাঁট বোলিংকে কৃতিত্ব দিয়েছেন ম্যাথিউজ। বাংলাদেশের বোলাররা কোনো সুযোগই দেয়নি বলে জানালেন তিনি।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ম্যাথিউজ বলেছেন, “এই উইকেটে এটি পার স্কোর। এটি খুবই ভালো উইকেট। বাংলাদেশ অনেক ভালো বোলিং করেছে। তারা আমাদের কোন সুযোগ দেয়নি, কোনো সহজ রান করতে দেয়নি।”





তিনি আরও যোগ করেন, “তাদের সব বোলার ভালো করেছে, আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে। আমাদেরকে কষ্ট করে রান নিতে হয়েছে। শেষ পর্যন্ত তারা ফলও পেয়েছে। আমরা মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছি এবং পথ থেকে ছিটকে যাই। আমার মনে হয় আমরা ৫০-৬০ রান কম করেছি।”