দুই বছর বিরতি দিয়ে আজ থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিবারের মতো এবারও বিপিএলের সবচেয়ে বড় প্রশ্ন কেমন হবে মিরপুরের উইকেট? সর্বশেষ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজে টিপিক্যাল স্লো-লো পিচেই খেলেছিল বাংলাদেশ।
যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে ১২০ রান করেও জয়লাভ করেছে বাংলাদেশ। তবে কি এবারের বিপিএলে এমন উইকেটের দেখা মিলবে? বাউন্স মোটামুটি স্থিতিশীল থাকবে কি না? এসব প্রশ্ন থেকেই যাচ্ছে। এ বিষয়ে বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকও শোনালেন আশার বাণী।
তার কথা, ‘আগের চেয়ে ভালো করার চেষ্টা আছে। আমরা এরই মধ্যে গ্রাউন্ডস কমিটির সঙ্গে একাধিকবার বসে কথা বলেছি। উইকেট যতটা সম্ভব ভালো করার জোর তাগিদ দেওয়া হয়েছে। আশা করি স্পোর্টিং পিচের দেখা মিলবে এবার।’
মল্লিকের দাবি, ‘একটা ভেন্যুতে বেশি ম্যাচ খেলা হয়। হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ আয়োজন যেহেতু প্রযুক্তি, অবকাঠামোর স্বল্পতায় সম্ভব না, তাই উইকেটের ওপর বাড়তি চাপ পড়ে এবং কদিন পরই উইকেটের আচরণ খারাপ হতে থাকে। হোম এন্ড অ্যাওয়েতে খেলা চললে হয়তো উইকেটের আচরণ আরও ভালো হতো।’
তারপরও কথা থেকে যায়, এমন নয়, এই পিচে কয়েকদিন আগেই খেলা হয়েছে। শেরে বাংলার পিচ তো বেশ কিছু দিন বিশ্রাম পেয়েছে। শুক্রবার প্রথম ম্যাচ। দেখা যাক ‘ফ্রেশ’ উইকেটে কেমন রান ওঠে?