ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকবেন মাশরাফি? মাশরাফিকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু

সফলভাবে সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বর্তমানে ছুটিতে রয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আবার ব্যস্ত হয়ে পড়বে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দীর্ঘ ১০ মাস পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। আগামী ২০ জানুয়ারি শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। এর আগে যদিও বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টই মাঝপথে যোগ দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মাশরাফি বিন মুর্তজা। গত ফেব্রুয়ারীতে সর্বশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ জাতীয় দলের সর্বকালের সেরা অধিনায়ক। ওই সিরিজে অধিনায়কের দায়িত্ব ছাড়েন মাশরাফি।

এরপর আর ক্রিকেট মাঠে ফেরা হয়নি বাংলাদেশ দলের। তাই নতুন করে প্রশ্ন উঠেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের থাকবেন মাশরাফি? বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। তবে ওয়ানডে ম্যাচের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে মাশরাফির দিকে।

সবকিছু ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১-৩ জানুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমে ২২-২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

তবে দল এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল নির্বাচনের জন্য ২৪-২৫ তাইকে বৈঠকে বসবে নির্বাচকরা। এইসময় মাশরাফিকে নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।





আজ বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “এখনো ক্রিকেটার নির্বাচনের কাজ শুরুই হয়নি। তাই মাশরাফির ইস্যু কেন, আমরা দল নিয়েই কোনো সিদ্ধান্ত নেইনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি নিয়েই সবাই মেতে ছিল। এখন ওই আসর শেষ হয়েছে, এবার আমরা দল নিয়ে বসব। বসে ক্রিকেটার নির্বাচনের কাজ সারব। আমরা ২৪-২৫ তারিখ বসে মাশরাফির বিষয়ে সিদ্ধান্ত নেব।”