অবশেষে নিজের স্বপ্নের অনেক কাছে এসে পৌঁছে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে সাকিব আল হাসান জানিয়েছিলেন বিশ্বমানের একটি ক্রিকেট একাডেমি করতে চান তিনি। অবশেষে তার সেই স্বপ্ন এখন সত্য হওয়ার পথে।
ঢাকার অদূরে ৩০০ নিজের নামে একাডেমী গড়ছেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে তিনি লেখেন, “Dream do come true”।
কিছুদিনের মধ্যেই ক্রিকেট অ্যাক্যাডেমি উদ্বোধন করা হবে বলে জানা গেছে। একাডেমিতে আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে। সাকিবের সাথে এই একাডেমি গড়ায় সহযোগী হিসেবে রয়েছে মাস্কো গ্রুপ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
নিষেধাজ্ঞা থেকে ফিরে বর্তমানে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জেমকন খুলনা দলের হয়ে খেলবেন সাকিব। ঐদিন দ্বিতীয় ম্যাচের সন্ধ্যায় তামিম ইকবালের দল ফরচুন বরিশালের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল জেমকন খুলনা।