আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে বহু প্রতীক্ষিত লঙ্কান প্রিমিয়ার লিগ। করোনা ভাইরাসের কারণে বড় ধরনের সমস্যায় পড়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ। বিদেশি অনেকে কেরানি মুখ ফিরিয়ে নিয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের থেকে। এছাড়াও বিশ্বজুড়ে ক্রিকেট খেলা পুরোদমে শুরু হওয়ার কারণে ক্রিকেটারদের সংকটে পড়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
এবার নিউজিল্যান্ড সিরিজের জন্য লংকান প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। লংকান প্রিমিয়ার লিগের দল গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার সরফরাজ আহমেদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় এলপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার জায়গায় শহীদ আফ্রিদিকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে গল ফ্র্যাঞ্চাইজি।
শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গল গ্ল্যাডিয়েটর্স। আফ্রিদিকে অধিনায়ক করার পাশাপাশি দলের সহ-অধিনায়ক হিসেবে ভানুকা রাজাপাকসের নাম ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আশা করা যাচ্ছে ২৩ নভেম্বর শ্রীলংকা এসে পৌছাবেন শহীদ আফ্রিদি। তিন দিনের কোয়ারেন্টাইন শেষ করে ২৭ নভেম্বর প্রথম ম্যাচ থেকেই তিনি দলকে নেতৃত্ব দেবেন।