চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন প্রথম সেশন দুর্দান্ত কাটিয়েছে বাংলাদেশ। গতকাল করা ৭৬ রানে দিন শুরু করে বাংলাদেশ। দুই প্রান্ত থেকেই হাফ সেঞ্চুরি তুলে দেন তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। পাঁচ বছর পর ওপেনিং জুটি থেকে আসে শতরানের পার্টনারশিপ।
তবে লাঞ্চ বিরতি থেকে ফিরেই প্যাভিলিয়নে ফিরে যান মাহমুদুল হাসান জয়। ৫৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে অন্য প্রান্ত থেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল।
বিনা উইকেটে ৭৬ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশে আজ আবারও ব্যাট করতে নামে। ব্যাটিং নেমে দেখে-শুনেই খেলে যাচ্ছে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার তামিম ও জয়। আর দুজনই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক।
এই দুই ব্যাটার মিলে দিনের প্রথম সেশনটা কাটিয়ে দিয়েছেন অনায়াসেই। কিন্তু দ্বিতীয় সেশনে নেমেই সাজঘরে ফিরেছেন জয়। আভিষ্কা ফার্নান্দোর করা বলে কিপারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে করেছেন ৫৮ রান। ১৪২ বলে খেলা তার এই ইনিংসটি ৯টি চারে সাজানো।