যুব বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। তবে প্রথম ম্যাচের ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে ভাল ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ যুবদল। কানাডার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
তবে বাংলাদেশকে কোয়াটার ফাইনালে যেতে হলে আজ জিততেই হবে। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিমধ্যেই গ্রুপ এ’ থাকে তিন ম্যাচে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
অন্যদিকে তিন ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কানাডা। তবে আজ বাংলাদেশ বনাম আরব আমিরাত-এর মধ্যকার ম্যাচে যারা জয়লাভ করবে তাই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। দুই দলই দুই ম্যাচের মধ্যে একটি করে ম্যাচে জয়লাভ করেছে। বাংলাদেশ সময় আজ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।